জল পরী সাধনা
মন্ত্র:
বৌদ্ধ দেব দেয় বর জল।
পরী তাহারে হাজির-
বাক্যা লাগে মহাকালির।
হাজির হয় দেখা আল্লা।
হাকিমের বানি নলে পরে।
জলে ডুবে খাবি পানি -
জলে থাকে আয় চলে।
রাত্রি জাগিয়া জিন্দা-
পীর ডাকে তোরে আয়।
চন্ডিবরন সুনিয়া আয়।
হ্রীং বীজ মন্ত্র বাধিলাম
বাক্যা জদি নড়ে চড়ে-
শিবের চাঁদ খসি পড়ে-
কামাক্ষা দেবীর আজ্ঞা-
সাধনার নিয়মাবলী:
এই সাধনা করতে হবে ২১ দিন অবিরাম।
শুধুমাত্র তুলসির মালা ব্যবহার করতে হবে, অন্য কোনো মালা গ্রহণযোগ্য নয়।
নদীর তীরে গিয়ে চন্দন দ্বারা ভুর্জপত্র প্রস্তুত করতে হবে।
জল পরীকে আকর্ষণ করতে হবে দূর্ব, ফুল, ধূপ, দীপ এবং পূজার মাধ্যমে।
মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে।
সাধনা কার্যকর হবে রাত্রি নয়টার পর।
যদি জল পরী দেখা দেয়, তাকে মিষ্টি খেতে দিতে হবে এবং তিনটি শপত গ্রহণ করতে হবে:
- যেখানে নির্দেশ দেওয়া হবে, সেখানে উপস্থিত হতে হবে।
- আহ্বান পেলে হাজির হতে হবে।
- অনুমতি ছাড়া অন্য কোথাও যেতে পারবে না।
বিশেষ দ্রষ্টব্য:
এই ধরনের আধ্যাত্মিক বা তান্ত্রিক সাধনা করার আগে বিশ্বস্ত ও অভিজ্ঞ গুরুর অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি।
সাধনা প্রশিক্ষণের জন্য হাদিয়া বা ধক্ষিনা দেওয়া প্রয়োজন হতে পারে।
অনভিজ্ঞভাবে চেষ্টা করলে ক্ষতির সম্ভাবনা থাকে, তাই সর্বদা সতর্ক থাকা আবশ্যক।
যোগাযোগ:
বিস্তারিত জানার বা প্রশিক্ষণ গ্রহণের জন্য যোগাযোগ করুন:
+88 01980482475
সতর্কতা:
এই ধরনের তান্ত্রিক বা আধ্যাত্মিক কর্মকাণ্ডে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাস্তব জীবনে জাদু বা পরী আকর্ষণের চেষ্টা বিপদজনক হতে পারে এবং মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হতে পারে।