Followers

পাওয়ারফুল সাধনা

সাধন

মুঠঠী পীর সিদ্ধি। (সাধন)
মন্ত: বিসমিল্লাহির রাহমানুর রাহিম।
সাহচক কী বাবড়ী।
গলে মোতিয়ান কী হার।
লঙ্কা সৌকোট সমুদ্র সী খাই।
জহাঁ ফিরে মোহম্মদা বীর কী দুহাই।
কোন বীর আগে চলে।
সুলেমান বীর চলে।
নাদির শাহ বীর চলে।
মুঠঠী পীর চলে।
নহী চলে তো হজরত সুলেমান কী দুহাই।
শব্দ সাঁচা।
পিন্ড কাঁচা।
চলো মন্ত ঈশ্বর বাচা।

নিয়ম :
এই মন্ত যে কোন বৃহস্পতিবার রাতে শিখতে হবে।
সাধনা শুরুর আগে বৃহস্পতিবার রাতে বাবলা গাছের নিচে বসে ৪১ দিন ধরে প্রতিদিন ২১০০ বার জপ করতে হবে।
পশ্চিম দিকে মুখ করে আসন করে বসতে হবে সামনে সষের্  তেলের প্রদীপ জ্বালাতে হবে।
বিয়াল্লিশতম দিনে উক্ত মন্ত ১০৮ বার আহুতি দিতে হবে।
পূনাহতি দেবার পর মুঠঠী পীর সপ্নে দেখা দিবে অথবা অন্য কোন ভাবে সাধকে প্রবলতম বশীকরন সিদ্ধি প্রদান করবে।
এই মন্ত সিদ্ধ হলে সাধক জগতের সমস্ত নিজীব বা সজীব বস্তুকে সমান রুপে বশীভূত করতে পারবে।
মন্ত জপ চলাকালিন সময় অব্যশই শরীর বন্ধ রাখতে হবে।গুরুর অনুমতি নিতে হবে।

বিদ্র: সাধন করতে গিয়ে কোন প্রকার ক্ষতিহলে আমার ব্লগ দায়ী নহে। কারণ অনুমতিি ছাড়া কোন কাজ গ্রহণ যোগ্য হায়না।

✓বি:দ্র: যে কোন কাজ করার পূর্বে ভালো গুরুর অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করুন, অন্যথায় ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তবে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 
+88 01980482475