Followers

আমাদের দেহে জ্বিনের বসবাস কিভাবে সম্ভব?

আমাদের দেহে জ্বিনের বসবাস কিভাবে সম্ভব?

আজ কিছু লক্ষণ দিচ্ছি দেখে নিতে পারেন,

আপনার সাথে সামঞ্জস্য কিনা !!!!

অনেকের
দেহে জ্বিন বসবাস করে যাচ্ছে!!
দির্ঘ্য সময়
ধরে অনেকেই এটা বিস্বাস করতে চায়না।
অনেকে আবার এটাকে অস্বীকার করে বসে।
বিশেষ করে ডাক্তারের মহলে অবিস্বাস এবং
অস্বীকার করার প্রবণতা বেশী!!!
যদিও তারা সংখ্যা
অল্প ক্ষেত্র বিশেষ মুসলমান!!!

যাক কথা বাড়িয়ে
পোষ্ট দির্ঘ্য করতে চাচ্ছিনা।আজ যে লক্ষণ
গুলো উল্লেখ করব কারও সাথে মিলে গেলে
ভয় পাবার কিছু নেই। আবার ভাবতে যাবেননা আপনি
জ্বিন দ্বারা আক্রান্ত, আপনার দেহে জ্বিনের
বসবাস।
 কারণ এই লক্ষণ গুলো হতে পারে
শারীরিক সমস্যা জনিত। তাই প্রথমে যে কাজটি করা
দরকার।
 একজন ভাল ডাক্তারের শরণাপন্ন হোন এবং
চিকিৎসা নিন।
দির্ঘদিন ডাক্তারের চিকিৎসা, পরিক্ষা করে
কোন রোগ ধরা পরেনি, ঔষধ সেবন করে যদি
কোন ভাল ফলাফল না পান এবং আপনার সমস্যা সমাধান না
পান তখন কোরআন এবং বিশুদ্ধ দো 'আ দ্বারা চিকিৎসা
গ্রহণ করুণ।

তবে সবার প্রথমে একটি বিষয় নিশ্চিত
করতে চাই। পবিত্র কোরআন এবং হাদীসের
আলোকে জ্বীন আসর করার লক্ষণ সমূহের
বিষয়ে “মোহাবিষ্ট” এবং “উদভ্রান্ত” ইত্যাদি ছাড়া
বিস্তারিত কিছু বলা হয় নি। শাইখুল হাদীস ইবনে তাইমিয়াহ
(রহিমাহুল্লাহ),আল্লামা জালালুদ্দিন সুয়ূতী(রহিমাহুল্লাহ),
আব্দুল খালিক আল-আত্তার (রহিমাহুল্লাহ) প্রমুখ
প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্বের লিখিত বইয়ের
ভিত্তিতে প্রসিদ্ধ মিশরীয় আলিম ওয়াহিদ আব্দুল
সালাম (রহিমাহুল্লাহ) জ্বিনের আক্রান্ত লক্ষনগুলো
বর্ণনা করেছেন। রুকইয়াহ বিষয়ে এ পর্যন্ত
পড়াশুনায় যতগুলো বইয়ে সাহর এর “লক্ষণ” এর কথা
লেখা দেখেছি প্রায় সব জায়গায় একটি বিষয়
প্রথমে নিশ্চিত করা হয়েছে, তাহলো- কারো
ওপরে শয়তান জ্বীনের আসরের কারণে
লক্ষনগুলো দেখা দিতে পারে। জ্বিনের
আক্রান্ত লক্ষণ গুলো দুইভাগে আলোচনা করা
হল।

(১) ঘুমন্ত অবস্থায় লক্ষণ।
(২) জাগ্রত অবস্থায় লক্ষণ।
ঘুম অবস্থা লক্ষণ সমুহ।

অনিদ্রা :সারারাত শুধু বিশ্রাম নেয়াই হয়, ঘুম হয়না
উদ্বেগ জনিত : রাতে বার বার ঘুম ভেঙে যাওয়া। যৌন ইচ্ছা হওয়া বা অনুভব করা।

দুঃস্বপ্ন :কোনো প্রাণিকে আক্রমণ করতে
অথবা ধাওয়া করতে দেখা।

স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো যায়গা
থেকে পড়ে যেতে দেখা।

ক্রমাগত স্বপ্নে কোনো গোরস্থান অথবা
পরিত্যক্ত যায়গা নিজেকে চলাচল করতে দেখা।
স্বপ্নে ভয়ংকর প্রাণী দেখা।
ঘুমের মধ্যে অতিরিক্ত হাসি, কান্না, চিত্কার,
গোঙানি
নিয়মিত ঘুমের ঘোরে হাঁটা।

বোবা ধরা :ঘুমের মাঝে কেও চেপে
ধরেছে, নড়াচড়া করতে না পারা।

জাগ্রত অবস্থায় লক্ষণ সমুহঃ-

কোন শারীরিক সমস্যা ছাড়াই তীব্র মাথা ব্যথা।
আল্লাহ, রাসুল (সঃ) এবং ইসলাম ধর্মের নিয়ম-কানুন
গুলোর উপরে তীব্র বিতৃষ্ণা।নামাজ, তিলাওয়াত,
জিকির আযকার ইত্যাদি।
সবসময় প্রচন্ড অমনোযোগী, অলস এবং
মানসিকভাবে বিক্ষিপ্ত থাকা, শরীলে শির শির অনুভব হওয়া।

কোন শারীরিক সমস্যা ছাড়াই প্রায়ই তীব্র
খিঁচুনি।

কোন শারীরিক সমস্যা ছাড়াই শরীরের
বিশেষ কোন একটি অঙ্গে তীব্র ব্যথা।
আবারো স্বরণে করিয়ে দিচ্ছি উল্লেখিত লক্ষণ
গুলো আপনার শারীরিক সমস্যা জনিত হয়ে থাকতে
পারে।
সুতরাং প্রথমে
একজন ভাল ডাক্তারের শরণাপন্ন হোন এবং চিকিৎসা
নিন। দীর্ঘদিন ডাক্তারের চিকিৎসা, পরিক্ষা করে কোন
রোগ ধরা পরেনি, ঔষধ সেবন করে যদি কোন
ভাল ফলাফল না পান এবং আপনার সমস্যা সমাধান না পান
তখন কোরআন এবং বিশুদ্ধ দো 'আ দ্বারা চিকিৎসা
গ্রহণ করুণ। 

বি:দ্র: যে কোন কাজ করার পূর্বে ভালো গুরুর অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করুন, অন্যথায় ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তবে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 
+88 01980482475